খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, কাঠমাণ্ডুঃ কাঠমাণ্ডু যাওয়ার পথে নিখোঁজ হেলিকপ্টার। জানা গিয়েছে মঙ্গলবার কাঠমাণ্ডু যাওয়ার পথে ক্যাপ্টেন সহ ৬ যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায় কপ্টারটি। নেপালের তথ্য আধিকারিক জ্ঞানেন্দ্র ভুল জানান, কপ্টারটি সোলুখুম্বু থেকে কাঠমাণ্ডু যাচ্ছিল। রওনা হওয়ার কিছু ক্ষণের মধ্যেই সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্রের খবর, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে শেষ বার যোগাযোগ হয়েছিল কপ্টারটির। তার পর থেকে আরও কোনও খোঁজ নেই। জানা গিয়েছে কপ্টারটিতে ছিলেন পাঁচ জন বিদেশি পর্যটক। তাঁরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ হেলিকপ্টারটিকে খুঁজতে ইতিমধ্যেই কাঠমাণ্ডু থেকে আরও হেলিকপ্টার রওনা দিয়েছে। তল্লাশি চলছে।