খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ অগাস্ট, ফরাক্কাঃ খেলা করার সময় তিন শিশুকে ক্যানালের জলে ‘ছুঁড়ে’ ফেলে দেওয়ার অভিযোগ উঠল মদ্যপ এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। রবিবার বিকেলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুরাতন মালঞ্চ-সাইফন এলাকায় ফিডার ক্যানেলের ধারে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ওই জওয়ানকে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল নাগাদ ফিডার ক্যানালের ধারে মালঞ্চ-বাগানবাড়ি এলাকার তিন শিশু আব্দুল হাদী(৬), বাসীর শেখ(৫) এবং ইমতিয়াজ আলী (৪) খেলা করছিল। অভিযোগ, আচমকাই মণিপুরের বাসিন্দা থাং গুই নামে মদ্যপ এক সিআইএসএফ জওয়ান তিন খুদেকে তুলে ক্যানালে ছুঁড়ে ফেলে।
একজন নিজেই সাঁতরে উঠে আসে। ঘটনাটি দেখতে পেয়ে স্হানীয়রা দ্রুত ফিডার ক্যানালের জলে ঝাঁপ দেন এবং ওই তিন শিশুকে উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ এবং সিআইএসএফের এক ডেপুটি কমান্ডান্ট।
তিন শিশুকে ক্যানালের জলে ছুঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে হয়ে ওঠে গোটা এলাকা। অভিযুক্ত ওই জওয়ানকে একটি ঘরে আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের বিক্ষোভের সময় অভিযুক্ত ওই জওয়ান তিন শিশুকে নদীতে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। অভিযুক্ত জওয়ান মদ্যপ ছিলেন বলেই গ্রামবাসীদের দাবি।
যদিও অভিযুক্ত ওই জওয়ানের দাবি, ওই শিশুরা তাঁকে নকল করে বিরক্ত করায় মেজাজ হারিয়ে ওই কাজ করে ফেলেছেন তিনি। তারজন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। অভিযুক্তকে হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।