খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, মালদা: ভোট শুরু হওয়ার আগেই বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের এক নম্বর বুথের খুনিবাথান এলাকা। জানা গেছে, সকাল ছয়টা নাগাদ ভোটারদেরকে ভোটগ্রহণ কেন্দ্রে আসতে বাধা দেয় বিজেপির কিছু সমর্থক এবং তৃণমূল প্রতিবাদ করলে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূল প্রার্থীর কাকা শ্বশুর সত্যনারায়ণ চৌধুরী। বর্তমানে তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
খুনিবাথান বুথের তৃণমূল প্রার্থী মৌসুমী সাহার অভিযোগ, সকাল হতেই বিজেপি কর্মীরা, রাস্তা বেরিগেট করে তৃণমূল সমর্থকদের ভোটগ্রহণ কেন্দ্রে আসতে বাধা দেয় এর ফলে ঝামেলা বেধে যায়। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। একটি বাইকও ভাঙা হয়েছে। যদিও পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্বর দাবি, তৃণমূল কর্মীরা ভোটারদেরকে প্রভাবিত করছিল। বাধা দিলে ঝামেলা বাধে এবং তৃণমূলীরা নিজেরাই তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। এতে কোন বিজেপির হাত নেই এবং পুলিশ প্রশাসন তৃণমূল হয়ে কাজ করছে।