খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, মালদা: জমির দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে রণক্ষেত্র মালদার মোথাবাড়ি থানার হাইবারটোলা এলাকা। ঘটনায় আহত দুইপক্ষের আটজন।
জানা গিয়েছে, শনিবার একটি জমির দখল ঘিরে মহম্মদ হাজিকুল হক এবং মধু শেখের পরিবারের মধ্যে বচসা শুরু হয়। যা পরে হাতাহাতিতে গড়ায়। ঘটনায় মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বাঁশ, লাঠিসোঁটা এমনকি ধারালো হাঁসুয়া নিয়ে একে অপরের উপর হামলা করে। ঘটনায় দুই পক্ষের মোট আটজন আহত হন।
এই ঘটনায় রবিবার উভয় পক্ষ থেকেই মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনার পর থেকে এখনও গোটা এলাকা থমথমে রয়েছে।