খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, মালদা: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মালদা। বৃহস্পতিবার মালদার পুকুরিয়ার মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের গোকুলপুরে, তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। এলাকায় থমথমে পরিবেশ। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই গোলমাল বাধে। উভয় পক্ষের নয়জনকে গ্রেপ্তার করেছে পুকুরিয়া থানার পুলিশ।
কংগ্রেস সমর্থকদের অভিযোগ তাদের উপর হামলা চালিয়েছে তৃণমূল। পাল্টা তৃণমূল সমর্থকদের অভিযোগ, ওই বুথে কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার পরই তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়। তাদের মারধর করা হয়।
পুলিশ উভয় পক্ষের মোট নয়জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
কংগ্রেস নেতা তথা এলাকা থেকে জয়ী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী, শেখ ওয়াজুলের অভিযোগ নির্বাচনের আগে থেকেই এলাকায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছিল। সেই সন্ত্রাস উপেক্ষা করে জয়ী হয়েছেন তিনি। তারপরেই বেছে বেছে কংগ্রেস সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। পাল্টা তৃণমূল নেতা শেখ মানোয়ার হোসেনের অভিযোগ কংগ্রেস জয়ী হওয়ার পর থেকে তৃণমূল সমর্থকদের হুমকি দিচ্ছিল। এবার সরাসরি তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।