স্কুল চলাকালীন খুদে পড়ুয়াদের মাথায় ভেঙে পড়ল ছাদের চাঙড়, করণদিঘিতে জখম ৯

42

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ অগাস্ট, করণদিঘিঃ স্কুল চলাকালীন খুদে পড়ুয়াদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের চাঙড়। ঘটনায় জখম হয়েছে নয় পড়ুয়া। শুক্রবার দুপুরে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় করণদিঘির লাহুতাড়া কামাত প্রাথমিক বিদ্যালয়ে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্হা গুরুতর হওয়ায় তাদের প্রথমে করণদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় তাদের। গুরুতর আহত পাঁচজনের মধ্যে ৩ জন তৃতীয় শ্রেণির এবং ২ জন দ্বিতীয় শ্রেণির পড়ুয়া।

স্থানীয়সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ক্লাস চলছিল। তখন হুড়মুড় করে ভেঙে পড়ে একটি ঘরের ছাদ। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁরাই ওই ছাত্রছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলটির ভগ্নদশা। কোনও মেরামত হয়নি। এলাকায় অন্য কোনও স্কুল না থাকায় ওই ভাঙাচোরা স্কুলেই প্রাণ হাতে করে পড়তে যেতে বাধ্য হয় খুদেরা। অবিলম্বে স্কুল মেরামত করার দাবি জানিয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।