দিনহাটা, ১২ জানুয়ারিঃ আজ ১২ই জানুয়ারি একদিকে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস অন্য দিকে স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস।এই মহৎ দিনটিকে স্মরন করে আজ দিনহাটা মহকুমা হাসপাতালে সাফাই অভিযান ও জনসচেতনতা মূলক প্রচার অভিযান সংগঠিত করলো এসএফআই ও ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটি। জানা যায়, দীর্ঘদিন থেকে হাসপাতালের যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা।
এই হাসপাতালের সাফাই নিয়ে টানাপড়ান চলে আসছে দিনহাটা হাসপাতাল কর্তৃপক্ষ ও পৌরসভার মধ্যে।রোগী থেকে আরম্ভ করে রোগীর আত্মীয় হাসপাতালের ডাক্তার থেকে কর্মীরা সবাইকে এই ভোগান্তি ভোগ করতে হয়। আজ ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মীরা দিনহাটা হাসপাতালের আবর্জনা সাফাইয়ের পাশাপাশি, রোগীর আত্মীয় পরিজন ও হাসপাতাল চত্বরে থাকা দোকানদারকে সচেতন করেন এবং হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আবেদন জানান ও হাসপাতাল চত্বরে সচেতনতামূলক ফ্লেক্স লাগান সাধারন মানুষদের সচেতন করার উদ্দেশ্যে।
এরই পাশাপাশি সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয় তারা দিনহাটার বিভিন্ন ক্লাব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে চিঠি দিয়ে হাসপাতালকে পরিষ্কার রাখবার জন্য আবেদন জানাবেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আবির দেব,লোকাল কমিটির সদস্য সৌমিক রায়,স্পন্দন রায়,ভারতের যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, সভাপতি উজ্জ্বল গুহ,দিনহাটা শহর ইউনিট সভাপতি সৌরভ সরকার সহ অন্যান্যরা। সাফাই অভিযান চলাকালীন উপস্থিত রোগীর আত্মীয় পরিজনরা এই কর্মসূচিকে সাধুবাদ জানায় ও সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।