খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ ডিসেম্বর, বানারহাটঃ আলিপুরদুয়ারে সভা সেরে বানারহাটে পৌঁছেই জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে হাঁটতে হাঁটতেই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বড়দের শীতবস্ত্র, ছোটদের হাতে টেডিবিয়ার উপহার তুলে দেন। এর পরই রাস্তার ধারে এক গেরস্থ বাড়িতে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী।
বয়স্কা মহিলাকে দেখে বলে ওঠেন – ‘আপনি তো মায়ের মতো’। সেই বাড়িতে ঢুকে চা খান মমতা। ঘরের খাটে বসে সকলের সঙ্গে জমিয়ে গল্প করেন। বাড়ির মেয়ে-বউরা মুখ্যমন্ত্রীকে এভাবে আপনজনের মতো কাছে পেয়ে আপ্লুত। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার মা নেই, তাই আমি বয়োজ্যেষ্ঠ মহিলার বাড়ি গিয়েছিলাম। সকলের সঙ্গে মিশতে ভালো লাগল। পরিবারের বয়োজ্যেষ্ঠর আমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল, তাঁর ইচ্ছেও পূরণ হয়েছে।’
আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে এদিন বেলা ২টা নাগাদ বানারহাট উচ্চবিদ্যালয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে সোজা তিনি চলে যান বানারহাটে আদর্শপল্লির শীতলামন্দিরে পুজো দিতে। সেখানে হাঁটতে হাঁটতেই বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মমতা। এরপর বানারহাটের সেচ দপ্তরের বাংলোতে পৌঁছোন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দু’পাশের ভিড় জমান প্রচুর মানুষ। সেখানে মুখ্যমন্ত্রী মহিলাদের শাড়ি-চাদর দেওয়ার পাশাপাশি, শিশুদের হাতেও চকোলেট, বিস্কুট, খেলনা তুলে দেন। এলাকার মানুষজনও মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দেন।