‘আগে একটা বালতি উলটে দেখাক’, এসএসকেএম থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, কলকাতা: সরকার ফেলা নিয়ে বিজেপিকে তীব্র আক্মণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছিলেন, আগামী পাঁচ মাসের মধ্যে বাংলার তৃণমূল সরকার পড়ে যাবে! সেই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক, তারপর সরকার উল্টোনোর কথা বলবে।’

প্রসঙ্গত, গত শনিবার রাতে দলীয় এক অনুষ্ঠানে শান্তনু ঠাকুর আগামী পাঁচ মাসের মধ্যে সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। রবিবার তাঁকে সমর্থন করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, ‘‘সরকার পাঁচ মাস-ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। অসুবিধার তো কিছু নেই।” এর আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার সরকার ফেলার কথা বলেছেন। বুধবার সেই সবেরই জবাব দিলেন মমতা।

নন্দীগ্রামে নির্বাচনী হিংসায় জখম কর্মীদের দেখতে এদিন এসএসকেএমে যান তৃণমূল সুপ্রিমো। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। ওয়ার্ড থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা।

বলেন, ‘বেশিরভাগ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। ওদিকে হিংসা হিংসা করে বিজেপি চিৎকার করে যাচ্ছে’। বিজেপির কাজ শুধু হিংসা ছড়ানো, রক্ত নেওয়া। বিজেপিই সবচেয়ে বেশি অত্যাচার করছে। ভোটে জিততে পারেনি বলে নন্দীগ্রামে আমাদের এক সমর্থকের বউ, ছেলে-মেয়ে সমেত পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কোনওমতে ওরা প্রাণে বেঁচেছে।“

তিনি আরও বলেন , “খেয়েদেয়ে কাজ নেই। তোমাদের সরকার ইতিমধ্যেই উল্টে গিয়েছে। কাল থেকে তো ভয়ে কাঁপছ।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

স্বাধীন ভারতের ইতিহাসে ৩ ভয়াবহ বিমান দুর্ঘটনা,যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দেয়, শিকার এয়ার ইন্ডিয়াও

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুনঃ ১২ই জুন ২০২৫ বৃহস্পতিবার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। গুজরাটের...

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা; সঠিক পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়ে নিহতদের প্রতি শোকপ্রকাশ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুনঃ উড়ান যাত্রার এক মর্মান্তিক পরিণটি। আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ২৪২ জনকে নিয়ে...

ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে; শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুনঃ গুজরাটের আহমেদাবাদে ওড়ার পরের মুহূর্তেই ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে এয়ার...

ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা,বিমান ধাক্কা মারে ডাক্তারদের হস্টেলে; বেশ কয়েকজন জন ডাক্তারের মৃত্যু বলে আশঙ্কা

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুনঃ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ২৪২ জনকে নিয়ে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান।...