প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করা হচ্ছে, নুসরত প্রসঙ্গে মুখ খুললেন মমতা

53

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, কলকাতাঃ সাংসদ নুসরত জাহানের ওপর ওঠা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। প্রমাণের আগেই নুসরতকে দোষী সাব্যস্ত করা হচ্ছে বল দাবি তাঁর।

এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরতের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। ডিরেক্টর তো অনেকেই থাকে, নুসরত যদি কোনও জায়গার ডিরেক্টর থেকেও থাকে, তা হলে ও রকম ডিরেক্টর তো অনেক আছে। ওদেরও তো (বিজেপির) কে এক জন সাংসদ আছেন, যাঁর বিরুদ্ধে ইডিতে কমপ্লেন আছে। যিনি বিদেশেও গিয়েছিলেন চিটফান্ডের মালিকের সঙ্গে। আমি নাম বলব না।’’

প্রসঙ্গত, নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বুধবার এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নুসরত।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে নুসরত বলেন, ‘‘যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই। আমি এক পয়সা নিলেও এখানে আসতাম না।’’