খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ নভেম্বর, কলকাতা: মঙ্গলবার সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। মায়ের সঙ্গে স্কুটিতে চেপে স্কুল থেকে ফিরছিল শিশুটি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যের পরিবহণমন্ত্রীকে উত্তরবঙ্গ থেকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহণ দফতর সূত্রে খবর, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।
এর পরেই বৃহস্পতিবার দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন স্নেহাশিস। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা। এদিন দুপুরে পাহাড়ের উন্নয়নে জিটিএ বৈঠকের মধ্যেই বাসের রেষারেষিতে স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে সেখান থেকেই টেলিফোনে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করেন মমতা।
ঘটনায় মুখ্যমন্ত্রী এতটাই ক্ষুব্ধ যে অবিলম্বে বাসের রেষারেষি বন্ধ না হলে আইন এনে বেপরোয়া চালকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের মামলা রুজু করার প্রস্তাবও দিয়েছেন পরিবহণ মন্ত্রীকে। মঙ্গলবার সল্টলেকে দুই বাসের রেষারেষির জেরে প্রাণ যায় স্কুল ফেরত এক শিশুর। মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল সে। সেই সময় আচমকা একটি বাসের ধাক্কা লাগে স্কুটিতে। ছিটকে পড়ে যায় সে। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই শিশুর।
শিশুটির মায়ের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনায় ক্ষুব্ধ জনতা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ করেন, বাস ভাঙচুরও করা হয়। এ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী বলেন, “মানুষের জীবনের দাম সবার আগে। এবার থেকে রেষারেষি বা বেপরোয়া গতির বলি হলে ঘাতক চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হবে”।