খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন, শিলিগুড়ি: পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে এসেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের পর মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ক্রান্তির চেকেন্দা ভান্ডানি ময়দানে জনসভা করেন তিনি। জনসভা সেরে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ায় মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ করানো হয় সেবক এয়ার বেসে।
এদিন বেলা ১২টা ৫০ মিনিটে ক্রান্তি ময়দান থেকে মমতার হেলিকপ্টার বাগডোগরার দিকে রওনা দেয়।
আচমকা আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় বিপদ বুঝে কপ্টারের মুখ উল্টোদিকে ঘুরিয়ে দেন পাইলট। তারপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেবকে বায়সেনার বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয়। সেখান থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী।