মুখ্যমন্ত্রীর নয়া নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি রূপককুমার দত্ত

42

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, কলকাতা: কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি রূপককুমার দত্তকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল। সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থা‍ৎ এখন থেকে রাজ্যের প্রশাসনিক নেত্রীর নিরাপত্তা দেখভালের গুরুদায়িত্ব সামলাবেন সিবিআই-এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর।

মূলত, বাংলার সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরকে পরামর্শ দেবেন রূপক। কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজির পাশাপাশি রূপক কুমার দত্তের সিবিআইয়ের প্রাক্তন স্পেশ্যাল ডিরেক্টর পদেও ছিলেন।

গত ২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণের দিন কালীঘাটে মমতার বাড়ির সামনে থেকে শেখ নুর ‌আমিন নামে এক সন্দেহভাজনককে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে সশস্ত্র ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মধ্যে ঢুকে পড়েছিলেন। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। যে ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারই মধ্যে নয়া নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্বে এলেন রূপক।