খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ অগাস্ট, কলকাতাঃ বুধবার মহমেডান স্পোর্টিংয়ের নবনির্মিত ক্লাবতাঁবুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নতুন সাদা-কালো তাঁবুতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগামী দিনে মহমেডানকেও আইএসএল খেলতে হবে। আইএসএলে খেলার জন্য সমর্থকদের আর্থিক সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন কর্তাদের।
মুখ্যমন্ত্রী বলেন, ‘মোহনবাগান, ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। মহমেডান কেন খেলবে না? দেশ-বিদেশে ক্লাবের এত সমর্থক। সবাই এক টাকা করে দিলেও হয়ে যায়। সমর্থকদের টাকায় আইএসএল খেলা যায়। আমি নিজেও কিছু সাহায্য করব। আপনারা আইএসএল খেলে দেখান। লক্ষ্মীর ভান্ডারের মতো এক টাকা করে দিলেও ভান্ডার পূর্ণ হয়ে যাবে। মোহনবাগান প্রথম আইএসএল খেলেছে। আগেরবার ইস্টবেঙ্গলের দল ভাল হয়নি। আশা করব বাংলার ক্লাব আইএসএল ট্রফি নিয়ে আসবে।’
এর আগে পরিকাঠামো উন্নয়নের জন্য তিন ক্লাবকে ৫০ লক্ষ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া আর্থিক অনুদানেই ক্লাবের ফ্লাডলাইট, নিকাশি ব্যবস্থার উন্নতি হয়েছে। প্রতি বছর ছোট ক্লাবগুলোকেও সাহায্য করে রাজ্য সরকার। এদিন মহমেডানের ক্লাবতাঁবু উদ্বোধনে এসে গ্যালারি সংস্কারের জন্য ৬০ লক্ষ অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
নতুন ক্লাব তাঁবুর পাশে সদস্য গ্যালারি কিছুটা বেমানান মনে হয়েছে মুখ্যমন্ত্রীর। গ্যালারি আরও সুন্দর করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘আমি কলকাতার তিন ক্লাবের ওপর সাড়ে সাত কোটি খরচ করেছি। মহমেডানের গ্যালারি ভরাট করতে হবে। তারপর আর্মির সঙ্গে কথা বলে গ্যালারি বাড়াবেন। মাঠ ভাল। গ্যালারি সংস্কারের জন্য ৬০ লক্ষ টাকা দিয়ে গেলাম। পরের বার গ্যালারির কাজ সম্পূর্ণ দেখতে চাই। আমরা ক্রিকেটে বিশ্বজয় করতে পারলে ফুটবলে কেন পারব না!’ এদিন মহম্মদ হাবিবের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, প্রাক্তন ফুটবলার সাবির আলি, মোহনবাগান সচিব দেবাশিস দত্তরা। অনুষ্ঠানের শেষপর্বে মহমেডানের জার্সি তুলে দেওয়া হয় সবার হাতে। দর্শকদের উদ্দেশে বল ছুড়ে দেন মুখ্যমন্ত্রী।