খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, কলকাতা: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ দল পাঠাচ্ছে নবান্ন। সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে সোমবারই উত্তরবঙ্গে আসছে দুর্যোগ মোকাবিলা দল। রবিবার একথা টুইট করে জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
টুইটে তিনি লিখেছেন, ‘আগামীকাল উত্তরবঙ্গে সেচমন্ত্রীর নেতৃত্বে একটি বিপর্যয় মোকাবিলা টিম যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির ফলে নদীর স্তর বেড়ে গেছে। রাস্তাঘাটে জলে ভরে গেছে, সাধারণ মানুষের সম্পত্তির ক্ষতি হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।’ সমগ্র পরিস্থিতির ওপর তিনি ব্যক্তিগত ভাবে নজর রাখছেন এবং মুখ্যসচিবকে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।
উত্তরে টানা কয়েকদিনের প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি জেলায় জেলায়। বৃষ্টির কারণে জেলায় জেলায় কমলা, লাল সতর্কতাও জারি করেছিল হাওয়া অফিস। বৃষ্টিতে ফুঁসে উঠেছিল উত্তরের নদীগুলি। উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।