বিপর্যয়ে বিধ্বস্ত ওয়েনাডে যাচ্ছেন তৃণমূলের ২ সাংসদ সাকেত-সুস্মিতা, সোশ্যাল মিডিয়ায় জানালেন মমতা

31

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, কলকাতা: প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত কেরলে যাচ্ছে তৃণমূলের ২ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে যাবেন কেরলের বিধ্বস্ত এলাকায়।

তৃণমূল সুপ্রিমো নিজের সামাজিক মাধ্যমে জানান, ওয়েনাডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এটি একটি গভীর বিপর্যয়। মানবিকতার স্বার্থে আমাদের দুই সদস্যের প্রতিনিধি দল যাবে সেখানে। এই দলে থাকবেন সাংসদ সাকেত গোখলে এবং সুস্মিতা দেব। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবে এই প্রতিনিধি দল, সেখানে তাঁরা দুদিন থাকবে এবং যাবতীয় সহায়তার কাজ দেখবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে গভীর সমবেদনা রইল।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ধস নেমেছিল ওয়েনাড়ে। যার জেরে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা, নুলপুঝার মতো গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতির রুদ্ররোষে ‘ঈশ্বরের আপন দেশ’ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ওয়েনাড়ে মঙ্গলবারের ভূমিধসে এখনও পর্যন্ত মৃত ২৭৬ জন। নিখোঁজের সংখ্যা দুশোর বেশি।

পশ্চিমঘাট পর্বতমালার জঙ্গলঘেরা গোটা চারেক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ধসে বিপর্যস্ত ওয়েনাড়ে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা।  কেরালায় যত ধসের ঘটনা ঘটেছে তার মধ্যে এটি বৃহত্তম বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উদ্ধারকাজে টানা কাজ করে চলেছে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যেই এক হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ২২০ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

উদ্ধারকাজ চলছে টানা তিনদিন ধরে। ১৫০০-র বেশি সেনাবাহিনী টানা কাজ করে চলেছে। এছাড়া এনডিআরএফ, এসডিআরএফ দল টানা নিজেদের কাজ করে চলেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ওয়েনাডের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এদিন দুজন গিয়ে দেখা করলেন অসহায় মানুষগুলির সঙ্গে।