খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, কোচবিহার: সোমবার কোচবিহার থেকে পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী প্রথম নির্বাচনী সভা করলেন কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে। মঞ্চেই তিনি বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন।
এদিন সভা থেকে পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি ও চুরি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে মমতা সাফ বলেন, “এবার থেকে পঞ্চায়েত আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব। কাউকে চুরি করতে দেবেন না। কেউ টাকা চাইলে ছবি তুলে রাখবেন। তার পর আমাকে পাঠিয়ে দেবেন।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমরা চাই মানুষের পঞ্চায়েত। পুলিশকে বলেছি গুলি চালালে গ্রেপ্তার করবে, এফআইআর হবে। যেখানেই বিজেপি গুন্ডামি করবে হাতা, খুন্তি নিয়ে রুখে দাঁড়ান“।