শ্রীভূমি স্পোটিংয়ে দুর্গোৎসবের সূচনা করলেন মমতা, বাজালেন ঢাকও

17

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অক্টোবর, কলকাতা: রাত পোহালেই মহালয়া। তার আগেই এবছরের দুর্গাপূজার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উৎসবের সূচনা করে তিনি বলেন, ‘আজ পর্যন্ত পিতৃপক্ষ চলছে। তাই আজ পুজোর উদ্বোধন করব না।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। ধর্ম শাস্ত্র এসব আমিও কিছুটা জানি…আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নন।’

এদিন ওই মঞ্চ থেকেই দমকলের নতুন দুটি স্টেশনের উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, “আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ার পর থেকে আমি উদ্বোধনের কাজটা করি। কিন্তু দুটো ফায়ার ব্রিগেডের উদ্বোধন ছিল। এটা জরুরি কাজ। তাই আগেই করলাম।” এদিন ৫০টি মোটরসাইকেল তিনি তুলে দেন দমকল কর্মীদের হাতে।

এবার তিরুপতির বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রীভূমির পুজো। বিরাট মণ্ডপ। বেশ দৃষ্টিনন্দন মণ্ডপ। এদিকে শ্রীভূমিতে গিয়ে ঢাক বাজান মমতা।এদিন পুজোর মুখে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বন্যার জল, খাবার জল মিশে গেলে মারাত্মক অবস্থা হবে। মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না। ফলে উৎসবের মধ্যেও দুর্গত মানুষের পাশে থাকতে হবে।’

মমতা বলেন, ‘এটা ম্যান মেড বন্যা। পুজোর মুখে পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হল।’ আগামীকালও মহালয়াকে কেন্দ্র করে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এনিয়ে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দমকলমন্ত্রী ছাড়াও এদিন ছিলেন সাংসদ সৌগত রায় ও কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নারায়ণ গোস্বামী ও অন্যরা।