‘এত কথা বলো কেন’? বিধানসভায় মমতার ধমক খেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর

153

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ নভেম্বর, কলকাতা: বুধবার দলের তরফে শোকজ করার পর এবার বৃহস্পতিবার বিধানসভায় দলেরই বিধায়ক হুমায়ুন কবীরকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করলেন, “তোমাকে এত কথা বলতে কে বলেছে?”। এর পরই অবিলম্বে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেন তিনি।

বিধায়ককে সরাসরি জানান, তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ হবে তা তিনি নিজেই ঠিক করবেন। এদিকে কমানো হয়েছে হুমায়ুন কবীরের নিরাপত্তা। প্রসঙ্গত, এদিন অধিবেশনের পর মুখ্যমন্ত্রী দলের বিধায়কদের দেখা করার নির্দেশ দেন। সব বিধায়করাই তাঁর সঙ্গে দেখা করতে যান। এলাকা ভিত্তিক কাজকর্ম নিয়ে বিধায়কদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তখনই তাঁর সঙ্গে দেখা করতে যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁকে দেখা মাত্রই মমতা বলেন, ‘আগে শোকজের জবাব দাও।’ বিরক্তি প্রকাশ করে কবীরের উদ্দেশে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এত কথা কেন বলো? বেশি বলো না। ’আচমকা এমন ধমকের মুখে কার্যত চাপে পড়ে যান হুমায়ুন। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে ‘‌দিদি দিদি’‌ বলে পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টাও করেন।

যদিও তাতে বিশেষ লাভ হয়নি বলেই সূত্রের খবর। গত সপ্তাহেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার দাবি তুলেছিলেন। এমনকী মমতার ঘনিষ্ঠরা দলনেত্রীর ভাল চান না বলেও প্রকাশ্যে মন্তব্য করেন তিনি। ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের নামোল্লেখ করে হুমায়ুন এও বলেন, “প্রভাবশালীরা আমাকে মার্ডার করে ফেলতে পারে। আমি চাই না দলের ক্ষতি হোক। তাই প্রকাশ্যে কিছু কথা বলেছি।” এরপরই তড়িঘড়ি দলের তরফে তাঁকে শোকজ করা হয়।