খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২০ জানুয়ারি, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় দোষীর সাজা ঘোষণা। সোমবার সাজা ঘোষণার ঠিক আগে জেলা সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীও সেকথাই বললেন। এদিন চারদিনের সফরে জেলায় রওনা হলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে সরকারি অনুষ্ঠান সেরে বিকেলেই যাবে মালদহে। এরপর আলিপুরদুয়ার, কোচবিহার সফর রয়েছে তাঁর।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ”ফাঁসির সাজা হোক, সবাই চান। আমি তো প্রথম ফাঁসির দাবি তুলে রাস্তায় নেমেছিলাম। সবাই নেমেছিল। আগের কয়েকটা ধর্ষণ-খুন মামলায় দোষীদের মৃত্যুদণ্ড শুনিয়েছে আদালত। পুলিশ খুব ভালো কাজ করেছে। তবে বিচারকদের সাজা ঘোষণা করতে একটু সময় লাগে। তাঁদের তো সবদিক খতিয়ে দেখে রায় দিতে হয়।”
মমতা আরও বলেন, “আমরা তো পর পর ৩টে কেসে ফাঁসি করে দিয়েছি। আমাদের মধ্যেও হয়েছে। আমরা প্রত্যেকটা ৫৩ – ৫৪ দিনের মধ্যে করেছি। কিন্তু অনেক ক্ষেত্রে একটু টাইম লাগে। কারণ বিচারকদেরও একটু দেখতে হয়। এটা বিচারব্যবস্থাকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের তদন্তকারী দলকেও ধন্যবাদ জানাই। এই কেসটাতেও আমরা সবাই বিচার চাই।”
আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। ১৬৪ দিনের মাথায় আজ সাজা শোনানো হবে দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। ফাঁসি অথবা যাবজ্জীবন কারাবাসে সাজা হবে তার।