বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গেই একমত, বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মমতা

87

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ নভেম্বর, কলকাতা: বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত। এ ব্যাপারে আলাদাভাবে কোনও অবস্থান নিচ্ছে না বাংলার শাসকদল। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার কথায়, ”আমার সরকারের নীতি হল, অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হয়, আমরা তার তীব্র নিন্দা করি।‌ অন্য দেশেও (বাংলাদেশ) যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয়, তাহলে আমরা সেটাকেও সমর্থন করিনি। আমি এখানকার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছি।”

বস্তুত, বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানোয় সম্প্রতি সেদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ইউনুস সরকার। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ উঠেছে। এরপর থেকেই বাংলাদেশের হিংসার নিন্দায় সরব হয়েছে সব মহল। প্রসঙ্গত, এ ব্যাপারে বুধবারই দিল্লি থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও

জানিয়েছিলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী হবে তা দিল্লির সরকার স্থির করবে। মানুষ তাদের সেজন্য জনাদেশ দিয়েছে। এটা আন্তর্জাতিক বিষয়। সুতরাং এ ব্যাপারে নয়াদিল্লি তথা বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেটাই তৃণমূলের অবস্থান হবে। এদিন একই কথা বলেন মমতাও।