বন্দে ভারতের খাবারে আরশোলা, ছবি প্রকাশ্যে আসতেই ক্ষমা চাইল রেল

0
39

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, গোয়ালিয়রঃ বন্দে ভারত ট্রেনের খাবারের মধ্যে আরশোলা থাকার অভিযোগ তুললেন এক যাত্রী। গত ২৪ জুলাই মধ্যপ্রদেশের বন্দে ভারত এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সুবোধ পহলাজন নামে এক যাত্রী ওইদিন ভোপাল-দিল্লি রুটের বন্দে ভারতে গোয়ালিয়র পর্যন্ত ভ্রমণ করছিলেন। তাঁর অভিযোগ, ট্রেনের মধ্যে তাঁকে যে খাবার দেওয়া হয়েছিল, তাতে আরশোলা ছিল। টুইটারে সেই খাবারের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন সুবোধ। তার পরেই ওই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং ভারতীয় ট্রেনে খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন যাত্রীরা।

এরপরেই টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছে রেলের ক্যাটারিংয়ের দায়িত্বে থাকা সংস্থা IRCTC। শুধু তাই নয় সংশ্লিষ্ট খাবার পরিষেবা প্রদানকারী সংস্থাকে সতর্ক করা হয়েছে বলে খবর। এই ত্রুটির জন্য দায়ী সংস্থাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইআরসিটিসি পরে আরও একটি টুইটবার্তায় জানায়, অভিযোগকারীকে দ্রুত ভাল খাবার সরবরাহ করা হয়। ট্রেনে যে সংস্থাকে খাবার সরবরাহের বরাত দেওয়া হয়েছিল, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও আইআরসিটিসি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here