পুজোর মুখে বড় ধাক্কা, সিলিন্ডার প্রতি প্রায় ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম

42

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অক্টোবর, নয়াদিল্লি: পুজোর মুখে ফের বেড়ে গেল গ্যাসের দাম। মঙ্গলবার সকালে জানা গিয়েছে, এক লাফে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ৫০ টাকা বেড়েছে। ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৮.৫০ টাকা। ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও ১২ টাকা বেড়েছে। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৫০.৫০ টাকা।

সেপ্টেম্বরে এই দাম ছিল ১৮০২.৫০ টাকা। অর্থাৎ সিলিন্ডার পিছু ৪৮ টাকা দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। দিল্লিতে তো প্রতিটি সিলিন্ডারের জন্য এই মাসে ৪৮.৫ টাকা বেশি খরচ করতে হবে। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১,৭৪০ টাকা। দেশের অপর দুটি মেট্রো শহর মুম্বই এবং চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৪৮.৫ টাকা এবং ৪৮ টাকা।

আর তার ফলে অক্টোবরে মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ১,৬৯২.৫ টাকা খরচ পড়বে। আর চেন্নাইয়ের মানুষের পকেট থেকে ১,৯০৩ টাকা। ৪৭.৫ কেজি গ্যাসেও সিলিন্ডার পিছু ১২০ টাকা দাম বেড়েছে কলকাতায়। তবে গৃহস্থের ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।

এই নিয়ে পর পর তিনমাস বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। আগস্ট, সেপ্টেম্বরের পর অক্টোবরেও উর্ধ্বমুখী গ্যাসের দাম। জানা গিয়েছে, গত তিনমাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম সবমিলিয়ে ৯৪ টাকা বেড়েছে।  গোটা দেশের জন্যই নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার থেকেই। তবে বিভিন্ন শহর অনুযায়ী বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সামান্য তারতম্য হবে। রাজ্যস্তরে বিভিন্ন শুল্কের জন্য দামের তারতম্য হতে পারে।