পাত্রপক্ষ ও ঘটকের মধ্যে বচসা,পাত্রের ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে

111

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বরঃ বিয়ের দেখাশুনা নিয়ে পাত্রপক্ষ ও ঘটকের মধ্যে বচসা। আর এরই মাঝে আচমকাই পাত্রের ভাইকে মারধোর করার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের ৭ নম্বর ওয়ার্ডে। পাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিশিগঞ্জ এলাকায় পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল মাথাভাঙার ৭ নম্বর ওয়ার্ডের এক যুবক ও তার পরিবারের। তবে ওই যুবক  কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। তাই ভিন রাজ্য থেকে বাড়ি ফিরতে বিকেল হয়ে যায়। যার ফলে গতকাল আর পাত্রী দেখতে যাওয়া সম্ভব হয়নি যুবকের পরিবারের তরফ থেকে।

এদিন ওই যুবকের ভাই বিমল বর্মণ ঘটকের সঙ্গে দেখা করে এবং পাত্রী দেখতে যাওয়ার কথা বললে ঘটক জানায় যে, পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল তার বিয়ে ঠিক হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটকের সঙ্গে বাক-বিতন্ডায় জড়ায় পাত্রের ভাই। পড়ে ঘটকে থাপ্পড় মেরে সে বাড়ির সামনে চলে আসে। ঠিক সেই সময় বেশ কিছু স্থানীয় ব্যক্তি বিমলের পথ আটকিয়ে মারধোর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।

পড়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকরা তাকে কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করে দেয়। অভিযুক্ত ব্যক্তিরা বিমলের পকেটে থাকা ১৮ হাজার টাকা হাতিয়ে নেয় এবং তার মোবাইলও ভাঙচুর করে এমনটাই অভিযোগ ওই যুবকের পরিবারের।

ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় লিখিত আভিযোগ দায়ের করেছে যুবকের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।