অসমাপ্ত সেতুর কাজ নিয়ে ধোঁয়াশা, তাই বন্ধ সেতুর কাজ

25

সায়ন সেন, জলপাইগুড়ি: অসমাপ্ত সেতুর কাজে সমস্যা, তাই কাজ আপাতত হবে না। পরিস্কার জানিয়ে দিলেন সাজদা এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। দীর্ঘ কয়েক বছর বাম আমলের তৈরি রবীন্দ্রভবন সংলগ্ন করলা নদীর উপর অসমাপ্ত সেতুর কাজ বন্ধ হয়ে আছে।

বারবার বিভিন্ন মহলে সেতুর পুরো কাজের দাবি জানানো হলেও আজ পর্যন্ত সেতুর বাকি কাজ শেষ হয়নি। যদিও সেতুর আশেপাশে রয়েছে কয়েকটি পরিবারের বাস। সেতু পুরোপুরি ভাবে চালু হলে ঐ সমস্ত পরিবারের বাড়িঘর ভাঙা যাবে। যদিও সাজদা এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন সেতু চালু হলে ঐ সমস্ত পরিবারের বাড়িঘর ক্ষতি হলে আমরা তাদের ক্ষতি পূরণ দিব।

কিন্তু আপাতত সেতুর কাজ বন্ধ রাখা হয়েছে কারণ সেচ দপ্তর  থেকে নদীর যাতে কোনভাবেই কোন ক্ষতি না হয়। তার জন্য তারা একটি রিপোর্ট দিবে কিভাবে সেতুর বাকি কাজ করা যায়। তাই তাদের রিপোর্ট পাওয়ার পর সেতুর বাকি কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।