খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ ডিসেম্বর, নয়াদিল্লিঃ রবিবার সকাল থেকে চার রাজ্যের ভোটগণনা চলছে। প্রাথমিক ট্রেন্ডে পরিষ্কার মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে এবং রাজস্থানে সরকার গড়তে চলেছে বিজেপি। কংগ্রেস এগিয়ে শুধু তেলেঙ্গানায়। যা পরিস্থিতি তাতে কার্যত ভরাডুবির মুখে কংগ্রেস। আর এই ভরাডুবির পরিস্থিতি তৈরি হতেই তড়িঘড়ি ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মল্লিকার্জুন খাড়গে।
সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার বৈঠক দিল্লিতে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে গেরুয়া ঝড়ের পরই দ্রুত বৈঠকের সিদ্ধান্ত নিল কংগ্রেস। সময় নষ্ট না করে আগামী বছরের লোকসভা নির্বাচনের দিকে নজর দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। বিরোধী দলগুলিকে ইতিমধ্যে ফোন করাও শুরু করে দিয়েছেন কংগ্রেস সভাপতি।
খাড়গে জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ জোট কোন পদ্ধতিতে লোকসভায় লড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। বৈঠকে হাজির থাকার জন্য তৃণমূল কংগ্রেস, ডিএমকে সহ একাধিক বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লোকসভা নির্বাচনকে পাখির নজরে রেখেই ২৮টি বিরোধী দল একজোট হয়েছিল। পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্ব্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়।
সেই বৈঠকে জোটের নাম ঠিক হয়। এর পরের মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের বিভিন্ন কমিটি গঠন হয়। এরপর তিনমাস কেটে গেলেও আর মিলিত হতে দেখা যায়নি ‘ইন্ডিয়া’ জোটকে। ‘ইন্ডিয়া’ জোট নিয়ে কটাক্ষ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। জল্পনা শুরু হয় ইন্ডিয়া জোটের ভাঙন নিয়ে। তার মাঝেই এবার বৈঠকের ডাক দিল কংগ্রেস।