খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন, জলপাইগুড়ি: খড়িয়া অঞ্চলের চনপাড়ায় ১৭/১৬১ নং বুথে জাতীয় কংগ্রেস প্রার্থী উত্তম দাসের সমর্থনে পদযাত্রা করলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ, বিধায়ক শ্রী দেবপ্রসাদ রায়। দীর্ঘদিন ধরে এলাকার বেহাল রাস্তা সংস্কার হয়নি। ফলে শাসকদলের প্রতি ক্ষোভ জন্মেছে এলাকার মানুষের। এদিনের মিছিলে প্রচুর মানুষ যোগ দেন।
উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত, কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, জেলা যুব ইনটাকের সভাপতি গণেশ ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস, প্রার্থী উত্তম দাস, জেলা পরিষদের প্রার্থী অঞ্জনা মল্লিক, কংগ্রেস সদস্য তপন দাস, নীলু রায়, অলোক দত্ত, কৃষনা মল্লিক, নিরমল শরমা প্রমুখ। দেবপ্রসাদ রায় জানান, মানুষ এবার জোটবদ্ধভাবে জাতীয় কংগ্রেসের প্রার্থীদের জয়ী করাবেন বলে আশাবাদী তিনি।