সাংসদ পদ ফিরে পাওয়ার পর এবার প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিতে প্রত্যাবর্তন রাহুলের

0
9

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ অগাস্ট, নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টের রায়ে সাংসদ পদ ফিরে পেয়েছিলেন দিন দশেক আগেই। এ বার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদও ফিরে পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। লোকসভা সচিবালয়ের বুলেটিনে এ কথা জানানো হয়েছে।

সাড়ে চার মাস আগে মোদি পদবি মামলায় সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে দু’বছর জেলের সাজার জেরে সাংসদ পদ খোয়ানোর সময় রাহুল সংসদীয় প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিরই সদস্য ছিলেন। রাহুলের পাশাপাশি পঞ্জাবের জলন্ধরের নবনির্বাচিত ‘আপ’ সাংসদ সুশীল কুমার রিঙ্কুকেও সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ দেওয়ার কথা জানানো হয়েছে লোকসভা সচিবালয়ের বুলেটিনে। রিঙ্কু পেয়েছেন কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যপদ।

এনসিপির ফয়জল পি পি মহম্মদ, যিনিও লোকসভার সদস্যপদ মার্চ মাসে ফিরে পেয়েছিলেন, তাঁকে উপভোক্তা বিষয়ক, খাদ্য এবং গণবন্টন সংক্রান্ত কমিটিতে মনোনীত করা হয়েছে। লোকসভার বুলেটিন অনুসারে, কংগ্রেস সাংসদ অমর সিংকেও কমিটিতে মনোনীত করা হয়েছে।

মোদি পদবি মামলায় রাহুলকে গত ২৩ মার্চ দোষী সাব্যস্ত করেছিল সুরাতের ম্যাজিস্ট্রেট আদালত। তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজাও দিয়েছিলেন বিচারক। এর ফলে সাড়ে সাংসদ পদ খোয়ান রাহুল। সেসময় তাঁকে সরকারি বাসভবনও ছাড়তে হয়।

তারপর দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টের রায়ে ৭ অগাস্ট নিজের সাংসদ পদ ফিরে পেয়েছেন তিনি। সাংসদ পদ খোয়ানোর আগে প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। সেই কমিটিতেও এবার তাঁকে ফিরিয়ে নিলেন স্পিকার ওম বিড়লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here