শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ রাহুল গান্ধির আহ্বানে দেশজুড়ে এসআইআর বিরোধী আন্দোলনের অংশ হিসেবে শনিবার শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ও দার্জিলিং জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিল শুরু হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এবং শেষ হয় মহকুমা শাসকের দপ্তরে।
এদিন মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও দার্জিলিং জেলা সভাপতি সুবীন ভৌমিক। উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতারা।
প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বলেন,“কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। কেন্দ্রের মোদী সরকার অসাংবিধানিকভাবে এসআইআর চালু করেছে। নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে ভোট চুরির চেষ্টা চলছে। এসআইআর, এনআরসি করে ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে কেন্দ্র ও রাজ্য সরকার। তার প্রতিবাদেই আমাদের লড়াই।”