মহিলা কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত ডোমকল

0
18

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুলাই, ডোমকলঃ কংগ্রেস কর্মী এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকল থানার হারুড়পাড়া এলাকার ঘটনা। মৃতার নাম খাতুন বেওয়া (৬৫)।

জানা গিয়েছে নিজের বাড়িতে একাই থাকতেন তিনি। স্থানীয় সূত্রের দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুীরর নামে কেউ বা কারা ‘কু কথা’ বলছিল। প্রতিবাদ করেন কংগ্রেস কর্মী ওই বৃদ্ধা। অভিযোগ এরপরেই তাঁকে মারধর কর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃতার এক ভাই বিল্লাল মণ্ডল অভিযোগ করেন, ‘গ্রামে কংগ্রেসের দুর্নাম করার প্রতিবাদ করার জন্য শুক্রবার গভীর রাতে প্রায় ১০-১২ জন তৃণমূল কর্মী আমার দিদির বাড়িতে জোর করে ঢুকে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে। পরে আমরা তাকে বাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করি। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

যদিও ওই বৃদ্ধা মহিলাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য ওই মহিলাদের দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি হাজিকুল ইসলাম বলেন, “আমাদের কেউ এসবের সঙ্গে যুক্ত নয়। এসব ফালতু কথা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here