খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, ইটানগর: বেড়েই চলেছে কনজাংটিভাইটিসের সংক্রমণ। অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশে পড়ুয়াদের মধ্যে এই সংক্রমণ ছড়ানোয় উদ্বিগ্ন প্রশাসন। যে কারণে মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইটানগর প্রশাসন।
আগামী ২৯ শে জুলাই পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লংডিং জেলা প্রশাসনও। ঘরে থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। প্রশাসন সূত্রে খবর, জেলার বহু স্কুল থেকে এই সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চুলকানি, চোখ ফুলে যাওয়ার মতো উপসর্গ ধরা পড়ছে। তাই সংক্রমণ কমাতেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
চেন ভাঙতে পারলেই সংক্রমণ রোখা যাবে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। শুধু অরুণাচলই নয়, এমন সংক্রমণ ধরা পড়ছে দেশের নানা প্রান্তে। শিশুদের মধ্যে এই সংক্রমণ ধরা পড়েছে, দিল্লি, গুজরাত এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে।