খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই, কোচবিহার: কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতাল ও মেডিকেল কলেজে জটিল এক অপারেশনের মধ্য দিয়ে রোগীকে সুস্থ করে তুললেন হাসপাতালের চিকিৎসকেরা। এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ জানান, এক রোগীর বাঁ দিকের কিডনি ক্যান্সার আক্রান্ত হয়। দীর্ঘ জটিল অপারেশনের মধ্যে দিয়ে বর্তমানে তাকে সুস্থ করে তোলা হয়েছে এবং বর্তমানে তিনি মেল সার্জিক্যাল ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আরো জানান, মূলত প্রান্তিক জেলা হিসেবে কোচবিহারে এই প্রথমবার মেডিকেল কলেজ শুরু হওয়ার পর এই জটিল অপারেশন করা হল।