কোচবিহার, ১৩ সেপ্টেম্বর : কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পাড়ায় পাড়ায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। দর্শকদের মন জয় করতে বিভিন্ন থিম হচ্ছে কোচবিহারের পুজোয়। সেই রাস্তায় হেঁটে কোচবিহারের রকি ক্লাবও নিচ্ছে পুরো প্রস্তুতি। জানা গিয়েছে, সবুজের সংকল্প থিম এবার তুলে ধরছেন তারা।
পুজোর ৩৩ বছরে এবার থিম সবুজের সংকল্প মানুষের মন কাড়বে বলে আশা করছেন সকলেই।ওই থিমের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দিতে চান তারা। রকি ক্লাবের পুজো উদ্যোক্তারা জানান,চারিদিকে যখন বিভিন্ন বনাঞ্চল কেটে ফেলা হচ্ছে,গাছ কেটে বাড়ি ঘর তৈরি করা হচ্ছে।
সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ওই থিম ভাবনা।প্রায় ১৫ লক্ষ টাকা বাজেট। মন্ডপ,আলোকজ্জা থেকে প্রতিমাতেও থাকবে নতুন চমক।