বর্ধমান মেডিকেলে চারদিনে চার করোনা আক্রান্তের মৃত্যু!

0
31

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, কলকাতাঃ উদ্বেগ বাড়িয়ে বর্ধমান মেডিক্যালে ফের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই নিয়ে পরপর ৪ দিনে ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হল সেখানে। মৃতের নাম দিবেন্দু পাইন (৬৫)। বীরভূমের পাড়ুই থানা এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর কোভিড ধরা পড়ে। ওই ব্যক্তিকে কোভিড ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তুভ নায়েকের দাবি, কোভিডে মারা যাননি ওই রোগী। কিডনিজনিত সমস্যা ছিল। সেই কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজে পরপর এই কোভিড মৃত্যু নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্হ্য দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here