চাঁদ থেকে আর মাত্র ২৫ কিমি দূরত্বে চন্দ্রযান ৩, অপেক্ষা অবতরণের

62

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ অগাস্ট, বেঙ্গালুরুঃ চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান ৩। ইসরোর তরফে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে চন্দ্রযান-৩ এর দ্বিতীয় ও চূড়ান্ত ডি বুস্টিং অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। চাঁদের শেষ কক্ষপথে রয়েছে ল্যান্ডার বিক্রম। বর্তমানে ল্যান্ডার বিক্রমের সঙ্গে চাঁদের সবচেয়ে কম দূরত্ব ২৫ কিলোমিটার। অর্থাৎ এটি হল ক্লোজেস্ট পয়েন্ট টু দ্য মুন।

আর এই কক্ষপথ থেকে চাঁদের সবচেয়ে বেশি দূরত্ব, তা হল ১৩৪ কিলোমিটার। ইসরো-র তরফে জানানো হয়েছে, ল্যান্ডারটির অবস্থা সুস্থ সবল রয়েছে। সমস্ত কিছুই চলছে পরিকল্পনা মোতাবেক। চাঁদের কাছাকাছি পৌঁছনোর পর ল্যান্ডার বিক্রমের গতি একধাক্কায় কমিয়ে দেওয়া হয়েছিল। এরপরেই অনুষ্ঠিত হয় শেষ ডি বুস্টিং।

ইসরো আরও জানিয়েছে, ইন্টারনাল চেকিং সেরে এবার চাঁদের মাটিতে পা রাখার চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম। সব ঠিক থাকলে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম অবতরণের চেষ্টা করবে। ২৩ আগস্ট অর্থাৎ আগামী বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ চাঁদে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম আর তার মধ্যে থাকা রোভার প্রজ্ঞান।

অবতরণের পর ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান এবং তা চাঁদে পরীক্ষা চালাবে। চাঁদের দক্ষিণ মেরুতে একাধিক বড় গর্ত রয়েছে। সেখানে কোনওভাবে দামি কোনও খনিজ পদার্থ লুকিয়ে রাখা হয়েছে কিনা সেই বিষয়ে চালানো হবে অনুসন্ধান। একইসঙ্গে চাঁদ থেকে ছবি তুলে পাঠাতে সক্ষম হবে চন্দ্রযান ৩।

গত, ১ আগস্টে চাঁদের বলয়ে প্রবেশ করেছিল চন্দ্রযান ৩। এরপর ৫ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে এটি। আমেরিকা, রাশিয়া এবং চিন এখনও পর্যন্ত চাঁদের মাটিতে সফলভাবে মহাকাশযান অবতরণ করাতে পেরেছে। চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুতে পারলেই, চতুর্থ দেশ হিসেবে সাফল্য পাবে ভারত।