খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, দার্জিলিংঃ কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু হয়েছে দার্জিলিং জেলায়। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা জমায়েত হতে শুরু করেছেন ভোট গণনা কেন্দ্রে। গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আঁটোসাঁটো। গণনা কেন্দ্রের ভেতরে রয়েছে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আর বাইরে রয়েছে প্রচুর সংখ্যক রাজ্য পুলিশ। গণনা কেন্দ্রের প্রবেশ দরজায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার পর ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে গণনা কর্মীদের।
মোট গণনা কেন্দ্র ৫টি।
গণনা হবে ৪৮টি ঘরে।
২৯৭টি টেবিলে ভোট গণনা হবে।
৯৮০ জন ভোটকর্মী গণনা করাবেন।
প্রতিটি গণনা কেন্দ্রে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে।