দম্পতির মৃত্যু ঘিরে চান্চল্য । খুন না আত্মহত্যা তা নিয়ে রয়ছে ধোঁয়াশা।

84

খবরিয়া ২৪ নিউজডেস্ক,মেখলিগন্জ ,০৯জুনঃ কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাটে রহস্যজনক ভাবে মৃত্যু হলো স্বামি- স্ত্রীর। খুন নাকি অন্য কিছু তদন্তে পুলিশ।

শুক্রবার, সকাল ছয়টায় পারিবারের লোকেরা দেখতে পান ওই দম্পতির নিথর দেহ পড়ে রয়েছে শোবার ঘরের মধ্যেই। এরপর,পারিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ও কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা।

মৃত ব্যক্তির নাম রাজ কুমার হরিজন (৩৫) ,তার স্ত্রীর নাম মঞ্জু হরিজন (২৬)। তাদের দুই জন কন্যা সন্তান রয়েছে। মৃত যুবকের পরিবার সুত্রে জানা গেছে রাজ কুমার হরিজন পেশায় একজন মুচি। কিন্তু, সেই কাজে রোজগার কমে এসেছে,প্রতি নিয়ত মদ্য পান করতেন ও স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলত। এই ঝামেলায় জেরে গৃহবধূকে বাপের বাড়িও চলে যেতেন।

গৃহবধূর মা  বলেন তার জামাই প্রায় দিনেই মদ্যপান করত ও তার মেয়ের ওপর চলত অত্যাচার।

রাজকুমার হরিজনের মা সুকমনি হরিজন বলেন তার ছেলের টিভি রোগ রয়েছে। কিভাবে এই ঘটনা হলো তা বুজতে পারছেন না। তাদের অভাব চলত।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন দুজনের দেহ উদ্দার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
মেখলিগঞ্জ থেকে কাজল রায় রিপোর্ট