খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, কলকাতাঃ মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুগলের। জানা গিয়েছে, দুপুর ২টো ২৭ নাগাদ এমজি রোড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা যুগল দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন। তড়িঘড়ি দাঁড়িয়ে পড়ে মেট্রো। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় উদ্ধারকাজ। যুগলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা ব্যাহত হয়। ২টো ৫৮ নাগাদ ফের পুরোপুরি মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। ওই যুগলের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রণয়ঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা।