খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ অগাস্ট, কলকাতাঃ রাজ্যে ফের কোভিড আক্রান্তের মৃত্যু। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যুর পর এবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম সোনালি সরকার (৪১)।
দক্ষিণ ২৪ পরগনা জেলার গড়িয়ার বাসিন্দা সোনালিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ২ অগাস্ট। ৭ অগাস্ট বিকেলে মৃত্যু হয় তাঁর। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, অন্যান্য শারীরিক সমস্যা ছিল ওই মহিলার। হাসপাতালে ভর্তি করার পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বর্ধমান মেডিক্যাল কলেজে ৪ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়। যদিও ওই ৪ জনের কো–মর্বিডিটি ছিল বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনেকেই এখনও হাসপাতালে কোভিড নিয়ে চিকিৎসাধীন। রাজ্যের বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নদিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে।
করোনার উপসর্গ থাকলে দ্রুত প্রয়োজনীয় পরামর্শ নিতে বলছেন চিকিৎসকরা। অন্যদিকে বুধবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু (WHO) কোভিডের নতুন প্রজাতি নিয়ে সতর্ক করেছে। EG.5 নামে কোভিডের নয়া স্ট্রেন বিশ্বজুড়ে থাবা বসাতে পারে এবং সংক্রমণের হার বাড়াতে পারে বলে সতর্ক করেছে হু।