গোরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে ইডির তলব

0
41

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, কলকাতাঃ গোরু পাচার মামলায় জড়িত থাকার অভিযোগে অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে তলব করল ইডি। চারজনের মধ্যে রয়েছেন, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্না ঘোষ, তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ, তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও ওমর শেখ। আগামী ৪ অগাস্ট দিল্লির ইডি-র অফিসে তলব করা হয়েছে তাঁদের। জেলার রাজনীতিতে এরা চারজনই অনুব্রত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। আগামী ৪ অগস্ট দিল্লির অফিসে তাঁদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

ইডির সূত্রের দাবি, অনুব্রতকে জেরা করে এবং তাঁর বাড়ি ও রাইস মিলে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা বেশ কিছু নথিতেও বিশ্বজ্যোতির নাম পাওয়া গিয়েছিল। তারই ভিত্তিতে এর আগে বিশ্বজ্যোতির বাড়িতে খান্না তল্লাশিও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। আটকও করা হয়েছিল বিশ্বজ্যোতিকে।

গরু পাচার মামলায় নামে অনুব্রত মণ্ডলের নামে কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পত্তির হদিস পেয়েছিল ইডি। গত বছর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসানসোল জেল হয়ে বর্তমানে তিহাড়ে রয়েছেন তিনি। ইডির দাবি, অনুব্রতর নামে-বেনামে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। খোঁজ মিলেছে কালো টাকারও। তারই ভিত্তিতে ফের অনুব্রত ঘনিষ্ঠ কয়েকজনের তালিকা তৈরি করে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছেন তদন্তকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here