খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২০ জানুয়ারি, চেন্নাই: গোমূত্রের প্রশংসায় পঞ্চমুখ হলেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামকোটি। তিনি বলেছেন, ‘গোমূত্র অ্যান্টি ব্যাক্টেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল’। তাঁর দাবি, যে সমস্ত রোগ গোমূত্র সারাতে পারে, তারমধ্যে রয়েছে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের মতো বিষয়ও। আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের এই বক্তব্য নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে।
সম্প্রতি তামিলনাড়ুতে গো সমরক্ষাশালার আয়োজিত একটি পোঙ্গালের অনুষ্ঠানে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে গোমূত্রের ওষধি গুণাগুণ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন IIT মাদ্রাজের প্রধান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভাইরাল হয়েছে তাঁর ভিডিয়ো।
সেই ভিডিয়ো শোনা গিয়েছে তিনি বলছেন, ‘যখন আমার প্রচণ্ড জ্বর হয়, আমি গোমূত্র পান করি। এটির নানাবিধ ওষধি গুণ রয়েছে। একই সঙ্গে ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক হিসাবে কাজ করে।’ এখানেই না থেমে গোমূত্রকে হজমশক্তি বৃদ্ধির টনিক হিসাবে তকমা দেন তিনি। তাঁর কথায়, ‘গোমূত্র নানারকম হজমজনিত সমস্যার নিরাময় করতে সক্ষম।’
ভারতের অন্যতম বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের এমন মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। ডিএমকে নেতা টিকেএস এলানগোভান ক্ষুব্ধ হয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হচ্ছে দেশ থেকে শিক্ষাদীক্ষা তুলে দেওয়া। কংগ্রেসের কার্তি চিদম্বরম সমালোচনায় বলেন, আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের মুখে এরকম কথা মানায় না। এদিকে, গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক পারদ চড়তেই মুখ খোলেন বিজেপি নেতা আন্নামালাই। তিনি বলেন, কামাকোটির বক্তব্য নিয়ে বিজেপি বিরোধী দলগুলি শুধুশুধু রাজনীতি করছে। উনি যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত। উনি কাউকে গোমূত্র পান করার পরামর্শ দেননি।