হলদিবাড়ি, ১৭ আগস্টঃ “এক দফা এক দাবি, পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর” এই দাবিতে ধিক্কার মিছিল করলো সিপিআইএম। এদিন তারা কোচবিহারের হলদিবাড়ি বাজারে মিছিল করেন। ওই মিছিল শুরু হয় হলদিবাড়ি বাজার সংলগ্ন সিপিআইএম দলীয় কার্যালয়ের সামনে থেকে আর ওই মিছিল বাজার পরিক্রমা করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
তাদের দাবি,আরজি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে স্নাতকোত্তর পাঠরত চিকিৎসক ছাত্রীকে কর্মরত অবস্থায় খুনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির,তথ্য প্রমাণ লোপাট করার অপচেষ্টার বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ,কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ, আরজি করের অধ্যক্ষ সহ সমস্ত দোষীদের অবিলম্বে সিবিআই হেফাজতে নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দ্রুত সম্পন্ন করা, ১৪ ই আগস্ট রাতে আরজি কর মেডিকেল হাসপাতালে তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীদের যেভাবে হামলা করে সম্পত্তি নষ্ট করেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং গতকাল রাতে কোচবিহার জেলার ৩ জন সিপিআইএম নেতৃত্বকে বিনা দোষে গ্রেফতার, এবং তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবিতে সহ ‘এক দাবি এক পথ, স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ’ এই দাবিতেই হলদিবাড়িতে আজকের ধিক্কার মিছিল বলে জানান সিপিআইএম নেতা তাপস বাগচী।