খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, বর্ধমানঃ কাটোয়ায় ভোটের বলি হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম গৌতম রায়। শনিবার সকাল থেকেই উত্তেজনা দেখা দেয় একাধিক বুথে।
কাটোয়া দু’নম্বর ব্লকের শিবাজী পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে ২৬২ নম্বর এলাকার তৃণমূল প্রার্থীর এজেন্ট গৌতম রায়ের সঙ্গে বচসা বাঁধে সিপিএম কর্মী-সমর্থকদের। অভিযোগ, সেই সময় ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান গৌতমবাবু। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান আইসি। সঙ্গে বিশাল পুলিশবাহিনীও ছিল। এলাকাকে শান্ত রাখতে বুথের চারিপাশে ও এলাকার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনা নিয়ে পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,’এই ঘটনার নেপথ্যে সিপিএমের হাত রয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। তাদের তরফে বলা হয়েছে, “পায়ের তলার মাটি আলগা হচ্ছে বুঝেই মিথ্যা অভিযোগ করছে তৃণমূল।”