খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই, ঘাটালঃ পাটখেত থেকে মিলল সিপিএম প্রার্থীর এজেন্টের দেহ। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার ইড়পালা গ্রাম পঞ্চায়েতের জয়বাগ গ্রামের ঘটনা। মৃতের নাম সঞ্জয় করণ।
এদিন সকালে পাটখেত থেকে তাঁর দেহ উদ্ধার করেন স্হানীয়রা। পঞ্চায়েত নির্বাচনে মৃত সঞ্জয় বাম প্রার্থী সুব্রত করণের এজেন্ট ছিলেন। জানা গিয়েছে, শনিবার থেকে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের তরফে অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর হদিস না পেয়ে থানায় ডায়েরি করা হয়।
এদিন সকালে পাট খেত থেকে সঞ্জয়ের দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে সঞ্জয়ের বাড়িতে এবং থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্হলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের পরিবারের দাবি, খুন হয়েছেন সঞ্জয়। তবে কারা এই কাণ্ড ঘটাতে পারে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি পরিবারের সদস্যরা।
ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি বলেন, “ঘটনাটি শুনলাম। পুলিশকে বলব যাতে সঠিক তদন্ত হোক। দোষীকে দ্রুত গ্রেপ্তার করা হোক।” প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও।