খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন, শিলিগুড়ি: পঞ্চায়েত নির্বাচনে এবার মানুষ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দেবে। রবিবার ফুলবাড়ি ১ এর শান্তিপাড়ায় প্রচারে গিয়ে এমনটায় জানালেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন এলাকার সিপিএম প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তিনি।
অশোক ভট্টাচার্য জানান, এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ভালো সাড়া মিলছে। মানুষ এবার তাদের ভোটের অধিকার লুন্ঠিত হতে দেবে না। এবার সিপিএমের পক্ষেই রায় দেবে মানুষ। বিগত সময় দেখা গেছে বহু ভোটার শাসক দলের ভীতি প্রদর্শন সহ বিভিন্ন কারণে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। তবে এবার নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।