খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, ধূপগুড়ি: দলীয় কার্যালয়ে বৈঠকে যোগ দিতে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিপিআইএমের এরিয়া কমিটির সদস্যের।ঘটনায় আহত আরও এক। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা ধিরেন দোকান সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম কানু রায়। বাড়ি বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুরামারী এলাকায়। মৃত ব্যক্তি বানারহাটের সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য ছিলেন। আহত ব্যক্তির নাম অমিত রায়। তার বাড়িও দুরামারী এলাকায়। অমিত রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে ধূপগুড়ির সিপিআইএমের দলীয় কার্যালয়ে আসার পথে আংরাভাষা ধীরেন দোকান সংলগ্ন এলাকার রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন তাঁরা দুজন। সেই সময় আচমকাই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ছোট গাড়ি ধাক্কা মারলে রাস্তার পাশেই দুইজন ছিটকে পড়ে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার ও দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কানু রায়কে মৃত বলে ঘোষণা করেন।আরেকজনের আঘাত গুরুতর হওয়ার তাকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।