খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই, দক্ষিণ দিনাজপুরঃ নিজের বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সিপিএম নেতা। সোমবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার পুণ্ডরী গ্রাম পঞ্চায়েতের সোনাহান গ্রামের ঘটনা। মৃত ব্যাক্তির নাম শামসুজ্জামান (৭২)। তিনি বাম আমলে হরিরামপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন।
মৃতের পরিবার জানিয়েছে, সোমবার সকালে বাড়ির ছাদে ঘুরতে গিয়েছিলেন সামসুজ। সেখানে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। গুলির শব্দ শুনে পরিবারের লোকজন ছাদে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন । সঙ্গে সঙ্গে তাঁকে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায়।২০০৩ সাল থেকে ’০৮ সাল পর্যন্ত, পাঁচ বছর হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির পদে ছিলেন সামসুজ। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে তাঁর পরিবারের সূত্রে খবর। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।