খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন, কোচবিহার: এক সময়ের তৃণমূলের আতুর ঘর হিসেবে পরিচিত তুফানগঞ্জ ১ নং ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতে নির্বিঘ্নে নির্বাচনী প্রচার মিছিল বের করল সিপিআইএম। রবিবার বিকালে বালাভূত গ্রাম পঞ্চায়েতের পেট্রোল পাম্প এলাকা থেকে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে মিছিল শুরু করে সিপিআইএমের কর্মী ও সমর্থকরা। মিছিলটি দক্ষিণ বালাভূতে এসে শেষ হয়।
এদিনের মিছিল শেষে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তমসের আলী বলেন, ‘দীর্ঘ বারো বছর ধরে বালাভূতের সাধারণ মানুষেরা তৃণমূলের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছিলেন। সাধারণ মানুষ এতদিন ভয়ে কোনো কথা বলতে পারতেন না। এতদিন পর সাধারণ মানুষ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সিপিআইএম কে বেছে নিয়েছে। আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি।’ এদিনের মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য অসীম সাহা, সিপিআইএমের তুফানগঞ্জ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক রঞ্জন দে, সিপিআইএমের তুফানগঞ্জ পূর্ব এরিয়া কমিটির সদস্য মোতালেব মিয়া সহ অন্যান্যরা।