খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, তুফানগঞ্জ: খাপাইডাঙার কালজানি এলাকার গণধর্ষণে মৃত কিশোরীর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল বের করল সিপিআইএম।
বুধবার সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ মিছিলটি সিপিআইএমের তুফানগঞ্জ যৌথ এরিয়া কমিটির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে তুফানগঞ্জ শহরের রানীরহাট বাজার সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের সিপিআইএমের যৌথ এরিয়া কমিটির কার্যালয়ের সামনে শেষ হয়।
মিছিলে পা মেলান সিপিআইএমের জেলা কমিটির সদস্য অসীম সাহা, তুফানগঞ্জ পূর্ব এরিয়া সম্পাদক রঞ্জন দে, এস এফ আইয়ের রাজ্য কমিটির সদস্য মেহবুব আলম সহ অন্যান্যরা।
গত ১৮ জুলাই খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানির বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। বুধবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু হয়। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।