খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, তুফানগঞ্জ: বালাভূতে সিপিএম কর্মীদের বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, ভোটের দিন থেকেই এলাকায় সন্ত্রাস চালায় তৃণমূল। বিশেষ করে দক্ষিণ বালাভূত, উত্তর বালাভূত, চর বালাভূত এলাকায় সন্ত্রাসের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। আতঙ্কিত হয়ে প্রাণ রক্ষার তাগিদে প্রতিবেশী রাজ্য অসমে আশ্রয় নেয় সিপিএমের প্রায় ৪০০ থেকে ৫০০ টি পরিবার।
জানা গিয়েছে, অসমের ধুবড়ি জেলার অন্তর্গত রণপাগলী এম ভি স্কুলে আশ্রয় নেয় তারা। অনেকে আবার আশ্রয় নেয় নিজেদের আত্মীয়ের বাড়িতে।এদিন ক্যাম্পে আশ্রয় নেওয়া সেই সমস্ত পরিবারকে তুফানগঞ্জ মহকুমা প্রশাসনের উদ্যোগে ফিরিয়ে নিয়ে আসা হয়। প্রশাসনের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক তমসের আলী। তৃণমূলের তুফানগঞ্জ ১(বি ) ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন, “আমাদের দলের কেউ সন্ত্রাস করেনি। সিপিআইএম কর্মীরা ভয়ে অসমে আশ্রয় নিয়েছেন। আমরাও চাই তারা বাড়ি ফিরুক।”
তুফানগঞ্জের মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন, “আমরা সকলকে নিরাপত্তা দেবো। বালাভূত এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।” এদিন ঘরছাড়াদের বাড়ি ফিরিয়ে আনতে রণ পাগলী এলাকায় যান তুফানগঞ্জের মহকুমা শাসক বাপ্পা গোস্বামী, মহকুমা পুলিশ আধিকারিক জ্যাম ইয়ং জিম্বা, পুলিশের কোচবিহার সদর সার্কেল ইন্সপেক্টর কল্যাণ গুরুং সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক।